জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ভটভটি উল্টে গিয়ে গাড়িটির ইঞ্জিনের গরম পানিতে দগ্ধ হয়েছেন গোলজার হোসেন নামে এক গরুর রাখাল।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পাঁচবিবি থেকে গরু বোঝাই করে ভটভটিটি জয়পুরহাটের নতুনহাটে আসার সময় কঁড়িয়া এলাকায় উল্টে যায়।
এতে হামিদুল ও নূর ইসলাম নামে আরো দুই রাখাল আহত হন। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গরম পানিতে গোলজার হোসেনের শরীরের অনেক জায়গা ঝলসে গেছে বলে জানিয়েছেন কতর্ব্যরত চিকিৎসক।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসআর