টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের বাথুলী গ্রাম থেকে শক্তি রঞ্জন মণ্ডল (৫০) নামে এক রং মিস্ত্রির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
তার মেয়ে মুক্তা জানায়, শুক্রবার সন্ধ্যায় তার বাবা টাঙ্গাইল থেকে বাড়ি আসার পথে নিখোঁজ হন। রাতে অনেক খুঁজেও তার কোনো সন্ধান মেলেনি। শনিবার সকালে আশপাশের লোকজন বাড়ির কাছে পতিত জমিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে তাদের খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে শক্তির মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসআই