ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দলিত জনগোষ্ঠীর আঞ্চলিক সম্মেলন সোমবার

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
দলিত জনগোষ্ঠীর আঞ্চলিক সম্মেলন সোমবার ছবি: রানা- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী সোমবার (২৯ ফেব্রুয়ারি) থেকে দুই দিনব্যাপী শুরু হচ্ছে দলিত জনগোষ্ঠীর প্রতি ‘জাত-পাতভিত্তিক বৈষম্য দূরীকরণ’ বিষয়ক দক্ষিণ এশিয়া আঞ্চলিক সম্মেলন।

রাজধানীর সিরডাপের সিআইসিসি মিলনায়তনে আয়োজিত সম্মেলন শেষ হবে মঙ্গলবার (১ মার্চ)।



বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), নাগরিক উদ্যোগ ও ক্রিশ্চিয়ান এইচ বাংলাদেশ এ সম্মলের আয়োজন করেছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিডিইআরএম'র সভাপতি সুনীল কুমার মৃধা।

এ সময় তিনি আরও জানান, ওই সম্মলনে দলিত জনগোষ্ঠীর প্রতি ‘জাত-পাতভিত্তিক বৈষম্য’ মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাংবিধানিক ও আইনি কাঠামো, জাতিসংঘ ও আঞ্চলিক মানবাধিকারের কাঠামোর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে কার্যকর কর্মকৌশল ও পরিকল্পনা গ্রহণ করা হবে।

সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার দলিত সংগঠন, মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, সংসদ সদস্য, নাগরিক সমাজ সংগঠন, দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাসমূহের প্রতিনিধিরা অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ক্রিশ্চিয়ান এইডের কান্ট্রি ডিরেক্টর সাকিব নবী ও নাগরিক উদ্যোগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আফসানা বিনতে আমিন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
টিএইচ/এমএইচপি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।