ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ছবি: প্রতীকী

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘের্ষ পুলিন ব্যাপারী নামে এক ভ্যানযাত্রী নিহত ও অপর ২জন আহত হয়েছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শরণখোলা উপজেলার রায়েন্দা-তাফালবাড়ি সড়কের উত্তর কদমতলা মৌলভী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।



নিহত পুলিন ব্যাপারী উপজেলার ধানসাগর ইউনিয়নের পল্লীমঙ্গল গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন, ভ্যান চালক জামাল (৫০) এবং মোটরসাইকেল চালক তারেক হাওলাদার (২৫)। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শরণখোলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, ফল ব্যবসায়ী পুলিন ব্যাপারী ব্যাটারি চালিত ভ্যানে করে উপজেলা সদর থেকে তাফালবাড়ি যাচ্ছিলেন। পথে উত্তর কদমতলা মৌলভী বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘের্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ভ্যান যাত্রী পুলিন ব্যাপারী নিহত এবং ভ্যান চালকসহ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।