দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শ্রীপুর গ্রামে ফুলমতি মার্ডি (২৩) নামে এক আদিবাসী নারীকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্বামী যতিন মার্ডিকে (২৭) আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে স্বামীর মারধরে আহত হন ফুলমতি। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী বাংলানিউজকে জানান, মৃত্যুর পর গোপনে মরদেহ সৎকারের চেষ্টা করা হচ্ছিল। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয় ও নিহত গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমজেড