ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নন্দীগ্রামে ৫ মাদকসেবীর কারাদণ্ড

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
নন্দীগ্রামে ৫ মাদকসেবীর কারাদণ্ড

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গ্রাম পুলিশসহ পাঁচ মাদকসেবীকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন -উপজেলার চন্ডিপুরের বাসিন্দা গ্রাম পুলিশ সিদ্দিকুর রহমান (৪০), ধুনটের শেখের আলী (৫০), দাসগ্রামের নজরুল ইসলাম (৪৫), সারিয়াকান্দির শহিদুল ইসলাম ও ধুনটের মুঞ্জুরুল (৩৫)।



শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার ইমামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানিয়ে বলেন, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের আস্তানা গ্রাম পুলিশ সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
 
পরে শনিবার (২৭ ফেব্রুয়ারি) তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে উক্ত মেয়াদে সাজা দেন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমবিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।