ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির মানববন্ধন

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
বগুড়ায় তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণের প্রতিবাদে মানববন্ধন এবং সমাবেশ করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি বগুড়া জেলা শাখার নেতারা।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি আয়োজন করা হয়।



জাতীয় কমিটি জেলা শাখার আহ্বায়ক জিন্নাতুল ইসলাম জিন্নার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, মাহফুজুল হক দুলু, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম পল্টু, শামসুল আলম দুলু, দুলাল কুন্ডু, আব্দুর রশিদ প্রমুখ।

বক্তারা দেশের সবাইকে সুন্দরবন ও দেশের জাতীয় সম্পদ রক্ষার আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমবিএইচ/আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।