নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলায় জহুরুল ইসলাম (৩৮) নামে এক ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাঁকা এলাকায় আত্রাই-কালিগঞ্জ সড়কের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মৃত জহুরুল ইসলাম পাশের রানীনগর উপজেলার কাশীনগর গ্রামের আব্দুল জলিলের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী বাংলানিউজকে জানান, সকালে আত্রাই-কালিগঞ্জ সড়কের পাশে জহুরুলের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উদ্ধারের সময় মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের ও রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।
এ বিষয়ে আত্রাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমজেড