ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিএনজিচালিত থ্রি হুইলার সার্ভিস নীতিমালা সংশোধনের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
সিএনজিচালিত থ্রি হুইলার সার্ভিস নীতিমালা সংশোধনের দাবি ছবি: রানা- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অটোরিকশার ভাড়া ও জমা নৈরাজ্য দূর করতে ২০০৭ সালের পেট্রোল/সিএনজিচালিত থ্রি হুইলার সার্ভিস নীতিমালা সংশোধনের দাবি জানিয়েছে ঢাকা মহানগর থ্রি হুইলার সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে সংগঠনটির নেতাকর্মীরা এ দাবি জানান।



গত বছরের নভেম্বর মাস থেকে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নৈরাজ্য দূর করার নামে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

তাদের অভিযোগ, মটরযান আইনে মামলা বা অর্থদণ্ডের বিধান থাকলেও তা না করে, সামান্য অপরাধে বিআরটিএ কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালকদের কারাদণ্ড দিচ্ছেন।

সংগঠনের সভাপতি মো. সেলিম শেখ বলেন, ‘কোনো রকম সাক্ষ্য প্রমাণ ছাড়াই সামান্য অপরাধে সিএনজিচালিত অটোরিকশা চালকদের কারাদণ্ড দেওয়া হচ্ছে। এতে স্বল্প আয়ের একজন সিএনজিচালিত অটোরিকশা চালকের জীবিকা হুমকির মুখে পড়ছে। আইনের এমন প্রয়োগে অনেকে অটোরিকশা চালকের পরিবার-পরিজনরা আজ মানবেতর জীবন-যাপন করছেন, যা অমানবিক। ’ 

তিনি দাবি করেন, ভ্রাম্যমাণ আদালতের এ কারাদণ্ডের বিধান অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি যাত্রী সেবার স্বার্থে প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে পৃথক সিরিয়াল ও নজেলের মাধ্যমে গ্যাস সরবরাহ করতে হবে।

তিনি থ্রি হুইলার সিএনজিচালিত অটোরিকশার দৈনিক জমা গাড়ির আয়ুস্কাল অনুযায়ী নির্ধারণেরও দাবি জানান।
 
মনববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, পরিবহণ শ্রমিক নেতা মো. আতিকুর রহমান আতিকসহ অন্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে তারা প্রেসক্লাব, তোপখানা রোড এলাকায় দাবির পক্ষে বিক্ষোভ মিছিলও করেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমেএইচপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।