সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় কোরবান আলী (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কোরবান আলী উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামের বাসিন্দা ও লাহিড়ী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি ট্রাকের চাপায় শিক্ষক কোরবান আলী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজন নিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসএইচ