ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
রাজধানীর আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মতিঝিল থানা এলাকায় ফকিরাপুল আবাসিক হোটেল থেকে জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপ‍ুরে হোটেল কর্তৃপক্ষের সহায়তায় কক্ষের দরজা ভেঙে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।



জাহাঙ্গীর আলমের গ্রামের কিশোরগঞ্জের বাজিতপুরেম তার বাবার নাম মৃত হাফিজ উদ্দিন বলে হোটেলের রেজিস্ট্রার খাতায় উল্লেখ করা হয়েছে।

হোটেলের ম্যানেজার জুয়েল জানান, হোটেলের রেজিস্ট্রারে মৃত ব্যক্তির এই পরিচয়ই লেখা হয়েছে। তিনি এই মাসেই হোটেলের ৫ম তলার পাঁচ নম্বর কক্ষে ওঠেন এবং বেশ কিছুদিন ধরে অবস্থান করছিলেন।

‘প্রতিদিনের মতো গতকাল রাতেও ঘুমুতে যান ওই বোর্ডার। কিন্তু সকালে হোটেল বয় রুম পরিষ্কার করতে গেলে তার রুমের দরজা বন্ধ দেখতে পায়। বিষয়টি আমাদের জানালে পুলিশে জানানো হয়। পরে পুলিশকে নিয়ে দরজা ভেঙে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এজেডএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।