বগুড়া: দেশব্যাপী অব্যাহত শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে শিশু-কিশোর মেলা বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
শিশু-কিশোর মেলার সংগঠক কিবরিয়া হোসেনের সভাপতিত্বে সমাবেশে মাসুকুর রহমান, ধনঞ্জয় বর্মন, শ্যামল বর্মন, ওসমান গণি, মুন ও শুভ বর্মন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, অবিলম্বে শিশু নির্যাতন ও হত্যা বন্ধ করতে হবে। নির্যাতন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
শিশু নির্যাতনকারীদের প্রতিরোধের আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমবিএইচ/পিসি