ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ডাকতির চেষ্টার ঘটনায় আটক ১

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
ধামরাইয়ে ডাকতির চেষ্টার ঘটনায় আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধামরাই (ঢাকা): ধামরাইয়ে সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনার রেশ যেতে না যেতেই এবার একটি নির্মাণ সামগ্রী বিক্রয়ের দোকানে ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে একজনকে আটক করা হয়েছে।



শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ধামরাইয়ের ঢুলিভিটায় তৌহিদ ট্রেডার্স নামে একটি দোকানে এ ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে।

মার্কেটের নিরাপত্তা প্রহরী বাদশা মিয়া জানান, ট্রাকযোগে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল মার্কেটের সামনে আসে। এসময় তিনি এগিয়ে এলে ডাকাতরা তার হাত-পা ও মুখ বেঁধে ফেলেন। পার্শ্ববর্তী আমিন মডেল টাউনে টহলরত অন্য নিরাপত্তকর্মীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা ফাকা গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ বিষয়ে ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকযোগে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে রাজধানীর দিকে পালাতে থাকেন। এসময় পুলিশও তাদের ধাওয়া করে। এক পর্যায়ে নবীনগর এলাকায় ট্রাকটিকে থামাতে সক্ষম হয় পুলিশ। এসময় ডাকাতরা পালিয়ে যেতে থাকলে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। ডাকাত সদস্যরা পালিয়ে গেলেও শাহিন মৃধা নামে একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তার তথ্যমতে সাইফুল, ইয়াকুব, রিয়াজ ও আলী নামে অন্য ডাকাতকে আটক করতে অভিযান চলছে।

ধামরাই থানার ওসি (তদন্ত) এএফ এম সায়েদ জানান, আটক ডাকাতকে সঙ্গে নিয়ে পলাতক ডাকাতদের আটকে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, দোকানের ম্যানেজার মিজানুর রহমান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় ডাকাতরা দোকানের কোনো মালামাল লুট করতে পারেননি।

বংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।