খুলনা: খুলনায় ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী শাম্মী রহমান (২৫) ও নগরীর লবণচরা মোহাম্মাদিয়াপাড়ার শেখ মোস্তফার ছেলে সাইফুল ইসলাম (৩২)।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে মহনগরীর পিকচার প্যালেস এলাকায় এসএ পরিবহন কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।
তারা ইয়াবাগুলো এসএ পরিবহন (কুরিয়ার সার্ভিস) খুলনা অফিস থেকে রিসিভ করেছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, এসএ পরিবহনের চট্টগ্রাম নিউ মার্কেট শাখা থেকে নোভা সুপার কিং রাইস কুকারের একটি কার্টন ওই কুরিয়ারের খুলনা অফিসে পাঠানো হয়। যার প্রেরক হিসেবে আটক শাম্মী রহমানের স্বামী তরিকুল ইসলামের নাম রয়েছে। স্বামীর পাঠানো ইয়াবার চালান ছাড়িয়ে সড়কে বের হওয়ার পরই পুলিশ তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে সাইফুলকে আটক করা হয়।
খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান বাংলানিউজকে জানান, স্বামী-স্ত্রী দু’জনই ইয়াবা ব্যবসায়ী। চট্টগ্রাম থেকে স্বামী অভিনব কায়দায় কুরিয়ার সার্ভিসে রাইস কুকারের কার্টনে ইয়াবা পাঠিয়ে স্ত্রীকে দিয়ে নির্ধারিত স্থানে পৌঁছে দেন।
আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এএটি/এসএস