ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে বন্ধে প্রয়োজন সামাজিক সচেতনতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
বাল্যবিয়ে বন্ধে প্রয়োজন সামাজিক সচেতনতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, আইন নয়, সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে সমাজ থেকে বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব। তাই বাল্যবিয়ে বন্ধ করতে সমাজের সব-শ্রেণি-পেশার মানুষকে এক সঙ্গে কাজ করতে হবে।



বাল্যবিয়ে মুক্ত জেলা ঘোষণা উপলক্ষে আয়োজিত গণ সমাবেশে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মেহেরপুর জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ সমাবেশে বক্তব্য রাখেন- মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার ভারপ্রাপ্ত সচিব এন এম জিয়াউল আলম, খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর টিম হোয়াইট, পুলিশ সুপার হামিদুল আলম, মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ আহম্মেদ বিজন, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আসাদ উদ্দৌলা, জেলা বাস-ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম রসুল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, ঈমাম সমিতির সভাপতি মাওলানা আনসার উদ্দীন বেলালী, কাজী সমিতির সভাপতি হাবিবুর রহমান, এনজিও সমিতির পক্ষে মোশাররফ হোসেন, সাংবাদিকদের পক্ষ থেকে রফিকুল আলম, জাতীয় মহিলা সংস্থার মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক শামীম আরা হীরা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পক্ষে আমাম হোসেন মিলু প্রমুখ।

জেলা প্রশাসক শফিকুল ইসলাম বলেন, বিয়ে নয় সুন্দর শৈশব শিশুর অধিকার। আসুন বাল্যবিয়ে কে না বলি।

তিনি আরও বলেন, বাল্যবিয়ে বন্ধে জেলা ও উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন করে সচেতনতা বাড়ানোর কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬       
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।