গোপালগঞ্জ: গোপালগঞ্জে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীর পরিবারের কাছে পানি রাখার পাত্র, গ্লাসসহ নিরাপদ পানি ব্যবহারের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামের ব্যবস্থাপনায় এসব পণ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে চার্চ অব দ্যা ন্যাজরিন ইন্টারন্যাশনাল, রঘুনাথপুরের প্রকল্প অফিস চত্বরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রকল্পের আহ্বায়ক কল্যাণ পাণ্ডের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরোজ কান্তি বিশ্বাস, প্রজেক্ট ম্যানেজার আলফ্রেড সৈকত নাথ, রাবার্ট তালুকদার প্রমুখ।
পরে অনুষ্ঠানে আগত অভিভাবকদের প্রীতিভোজের ব্যবস্থা করে সংগঠনটি। এছাড়া সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বেচ্ছাসেবী এ সংগঠন ওই এলাকার দরিদ্র শিশু শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, শিক্ষা বৃত্তি, দুপুরের খাবার ও স্কুল শেষে বিনা খরচে কোচিংয়ের সুবিধা দিয়ে আসছে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমজেড