চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বালিহুদা এলাকায় আলমসাধু দুর্ঘটনায় এর চালক ইয়াদ আলী (৩৫) নিহত হয়েছেন।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে হাসাদাহ-রায়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াদ আলী একই গ্রামের শহিদুল বিশ্বাসের ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, দুপুরে শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধু নিয়ে হাসাদাহ এলাকা থেকে জীবননগর যাচ্ছিলেন ইয়াদ আলী। পথে বালিহুদা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি আলমসাধুকে সাইড দিতে গিয়ে ইয়াদ আলীর আলমসাধুটি রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা ইয়াদ আলীকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসআই