ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

প্রসিকিউশন-তদন্ত সংস্থার গাফিলতি

মীর কাসেমের রায়ের ‘পয়েন্ট আউট’ দেখে ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
মীর কাসেমের রায়ের ‘পয়েন্ট আউট’ দেখে ব্যবস্থা ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর আপিল মামলার রায়ে প্রধান বিচারপতি পয়েন্ট আউট করলে তা দেখে প্রসিকিউশন ও তদন্ত সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
 
শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনায় প্রসিকিউশন ও তদন্ত সংস্থার দায়িত্বে অবহেলা ও গাফিলতি ছিল। মীর কাসেমের আপিল মামলার শুনানি চলাকালে সম্প্রতি এ পর্যবেক্ষণ দিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। তাদের দেওয়া তথ্য-উপাত্ত নিয়ে ক্ষোভ প্রকাশ ও সমালোচনাও করেন প্রধান বিচারপতি।

এরপর থেকে দায়ী প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ নিয়ে আলোচনা চলছে।
 
দায়িত্ব পালনে অবহেলার কারণে প্রসিকিউশন ও তদন্ত সংস্থাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে কি-না এমন প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘প্রধান বিচারপতি যখন এসব বলেছেন, তখন তা প্রণিধানযোগ্য’।
 
তিনি বলেন, প্রধান বিচারপতি কি কি বিষয়ে এবং কেন ক্ষোভ প্রকাশ করেছেন তা সম্পূর্ণভাবে জানবো। এ মামলার রায়ে প্রধান বিচারপতি সেসব পয়েন্ট আউট করবেন বলেও আশা করেন তিনি।
 
যদি পয়েন্ট আউট না করেন তাহলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করবো। সে অনুযায়ী সে বিষয়ের প্রতিকার করতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী।
 
শুধু কাশেম আলীর মামলায় প্রসিকিউশন ও তদন্ত সংস্থা তথ্য-উপাত্তে ঘাটতি ছিল না-কি অন্য মামলায়ও ছিল সেটিও খতিয়ে দেখা হবে। বিশাল এ গাফিলতির জন্য রায় দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী।
 
প্রসিকিউটর মোহাম্মদ আলীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে- এমন প্রশ্নে আনিসুল হক বলেন, অভিযোগের পর সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে। তদন্তের আদেশ দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
আরইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।