বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর বকশিপাড়া থেকে চুরি করা গরুসহ বাবু মিয়া (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে পার্শ্ববর্তী মধুপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
দামোদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল হক জানান, বাবু শেষরাতে মোস্তফাপুর বকশিপাড়ার মহসিন আলীর গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে পালাচ্ছিলেন। টের পেয়ে পাশের মধুপুর ইউনিয়নের লোকজন গরুসহ তাকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ধরে নিয়ে যায়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, এ ঘটনায় গরুর মালিক মহসিন আলী থানায় লিখিত অভিযোগ করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসআই