দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশা থেকে পড়ে গিয়ে আব্দুল মতিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কের দেওয়ানদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মতিন উপজেলার ধামোর ইউনিয়নের তিপোল্যা গ্রামের বাসিন্দা।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত বাংলানিউজকে জানান, মতিন বাড়ি থেকে অটোরিকশায় করে বিরলে যাচ্ছিলেন। পথে দেওয়ানদীঘি এলাকায় পিছন থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মতিনের মৃত্যু হয়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমজেড