ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৫০ লাখ টাকার স্বর্ণসহ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
রাজধানীতে ৫০ লাখ টাকার স্বর্ণসহ নারী আটক ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে ৫০ লাখ টাকা মূল্যের ১২টি স্বর্ণের বারসহ আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের পারুল বেগম নামে এক নারীকে আটক করেছে র‌্যাব।

শনিবার (ফেব্রুয়ারি ২৭) বিকেলে র‌্যাব -১ এর ডিউটি অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার কামাল উদ্দিন বাংলানউজকে এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (ফেব্রুয়ারি ২৬) রাতে তাকে আটক করা হয়।

তিনি বলেন, এক সংবাদের ভিত্তিতে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ৫০ লাখ টাকা মূল্যের ১২টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়েছে।

আটক পারুলের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এনএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।