ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে ৫০ লাখ টাকা মূল্যের ১২টি স্বর্ণের বারসহ আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের পারুল বেগম নামে এক নারীকে আটক করেছে র্যাব।
শনিবার (ফেব্রুয়ারি ২৭) বিকেলে র্যাব -১ এর ডিউটি অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার কামাল উদ্দিন বাংলানউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, এক সংবাদের ভিত্তিতে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় ৫০ লাখ টাকা মূল্যের ১২টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়েছে।
আটক পারুলের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এনএ/টিআই