ঢাকা: রাস্তা খোঁড়াখুঁড়ির কার্যক্রম রাতে চালিয়ে নগরবাসীর দুর্ভোগ বন্ধ করায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হককে বাংলানিউজের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন সৈয়দ সাইফুল আলম নামে এক পাঠক।
একই সঙ্গে এসব বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করায় বাংলানিউজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ই-মেইলে পাঠানো এক চিঠিতে এ ধন্যবাদ জানান সৈয়দ সাইফুল আলম।
চিঠিতে মেয়র আনিসুল হককে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, উন্নয়ন মানেই নগরবাসীর মনে নতুন ভোগান্তির ভয়। নগরবাসীর উন্নয়নের তিক্ত অভিজ্ঞতা লাঘবের জন্য আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা আমি চোখে দেখে মুগ্ধ হয়েছি।
এ বিষয়ে আজ অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদটি পড়ে আমি আনন্দিত হয়েছি। আমি বিশ্বাস করি এই সংবাদ আমার মতো কোটি নগরবাসীর জন্য আনন্দের সংবাদ।
নগরে অন্যান্য প্রতিষ্ঠান যদি নাগরিক অসুবিধার কথা বিবেচনা করে তাদের উন্নয়ন কার্যক্রম ঠিকাদারকে রাতে কাজ করা, ধূলাবালি পরিষ্কার করা, রাতেই খোঁড়াখুঁড়ির কাজ শেষ করার বাধ্যবাধকতা তৈরি করতে পারে; তবে তা সকলের জন্য মঙ্গলজনক।
নাগরিক সুবিধার কথা বিবেচনা করে আপনি যে সাহসী ভূমিকা নিয়েছেন তাতে আপনার পুরো দলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
আমরা বিশ্বাস করি ঢাকা উত্তর সিটি করপোরেশন জনসেবায় অনন্য সিটি করপোরেশনের জন্য অনূকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।
আমি আপনার সিটি করপোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের সুস্বাস্থ্য কামনা করি। পাশাপাশি গুরত্বসহকারে ‘চেনা দৃশ্য বদলে দিচ্ছেন মেয়র আনিসুল হক’ শীর্ষক ইতিবাচক সংবাদ প্রকাশ করায় বাংলানিউজটোয়েন্টিফোর.কমকে ধন্যবাদ জানাই।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমএ