ঢাকা: রাজধানীর মহাখালীর ২১ তলা বিশিষ্ট ব্র্যাক সেন্টার ইন’র আগুন নেভানো হয়েছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট তৎপরতা চালিয়ে প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ভবনটির পঞ্চম তলার একটি কক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। পরে ছুটে যায় আরও পাঁচটি ইউনিট। ইউনিটগুলোর কর্মীদের ঘণ্টাব্যাপী তৎপরতায় নিভে যায় আগুন।
আগুন নেভানোর পর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক (ঢাকা বিভাগ) মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে।
আগুনে সেন্টারের পঞ্চম তলায় থাকা আসবাবপত্র পুড়ে গেলেও কারও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান মোজাম্মেল হক।
ব্র্যাক সেন্টার ইন’র নিরাপত্তাকর্মী জসিম জানান, শনিবার ছুটির দিন হওয়ায় সেন্টার বন্ধ ছিল। এ কারণে কারও ভবনের ভেতরে আটকে পড়ার আশঙ্কা ছিল না।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় গুলশান-১ থেকে মহাখালী পর্যন্ত উভয় দিকের সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়। এ কারণে ওই এলাকায় কিছু সময়ের জন্য যানজট দেখা দেয়। তবে আগুন নিভে যাওয়ার পর যান চলাচল ফের স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬/আপডেট ২০৪৬ ঘণ্টা
এমআইএস/এনএ/এসএস/এইচএ/
** ব্র্যাক সেন্টারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট