ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে স্কুলছাত্র অপহরণকারীদের শাস্তি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
সিলেটে স্কুলছাত্র অপহরণকারীদের শাস্তি দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটের বিশ্বনাথের লামাকাজি রাগিব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র তাওহিদ আহমদ তুহিনের (১৫) অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার লামাকাজিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।



মানববন্ধন সমাবেশে বক্তারা স্কুলছাত্র তুহিন অপহরণের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

বক্তারা বলেন, অপহরণের ঘটনায় জড়িত মোগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের বতু মিয়ার ছেলে ইয়াকুব আলী (২৮), খিত্তারগাঁও গ্রামের সমছুল হকের ছেলে সাইফুল (২৯), লামাকাজি ইউনিয়নের মাহতাবপুর গ্রামের গিয়াস মিয়ার ছেলে রুবায়েল (২৫) এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অপহরণের পর মোবাইল ফোনে তুহিনের পরিবারের কাছে তারা ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।

এলাকার মুরব্বী হাজী চাঁন মিয়ার সভাপতিত্বে ও সুলতান খানের পরিচালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন- লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন দলা মিয়া, মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সামছুল ইসলাম টুনু, সাবেক চেয়ারম্যান এ কে এম আব্দুল্লাহ, বিএনপি নেতা শাহ জামাল নুরুল হুদা  ইরন মিয়া, মাসুক মিয়া, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আমির আহমদ মোস্তফা, আওয়ামী লীগ নেতা আছন মিয়া প্রমুখ।

এছাড়া মানববন্ধনে উত্তর সুরমা ইসলামিক একাডেমি, সৈদরপুর ইসলামি দাখিল মাদ্রাসা, দশগ্রাম বাজার উচ্চ বিদ্যালয়, আমানতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লামা আকিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ গ্রহণ করেন।  

গত ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোলচন্দ বাজার এলাকা থেকে তুহিনকে অপহরণের পর মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এক পর্যায়ে অপহরণকারীদের কবল থেকে তুহিন কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়। তুহিন উপজেলার মোগলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিক মিয়ার ছেলে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
এনইউ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।