ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ব্যবসার অগ্রগতিতে অনলাইন মিডিয়ার ভূমিকায় গুরুত্বারোপ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
ব্যবসার অগ্রগতিতে অনলাইন মিডিয়ার ভূমিকায় গুরুত্বারোপ

ঢাকা: বিশ্ব বাজারে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে অনলাইন মিডিয়ার বিপণনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। একইসঙ্গে এটিকে একটি কার্যকর উপায় বলেও মত প্রকাশ করেছেন তারা।



শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশান ক্লাবে ‘অনলাইন মিডিয়া অ্যান্ড গ্লোবাল বিজনেস’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ মত দেন।

মেট্রো মেইল কানাডা নামে একটি আন্তর্জাতিক মিডিয়া ও মার্কেটিং কোম্পানি এ আলোচনার আয়োজন করে। বিশ্ব পরিস্থিতিতে কীভাবে বাণিজ্য ও অনলাইন মিডিয়া পরস্পরের সহায়ক হতে পারে সে বিষয়ে দিক নির্দেশনা পেতে সংশ্লিষ্ট বিভিন্ন মহলের অংশগ্রহণে এ গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।

বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানের লক্ষ্যে মেট্রোমেইল একটি সংবাদ পোর্টাল এবং আইপি রেডিও চালু করতে যাচ্ছে বলে অনুষ্ঠানে ঘোষণা করা হয়।

আলোচনায় অংশ নেন মেট্রোমেইলের পরিচালক ও প্রধান নির্বাহী ইমামুল হক, একাত্তর টিভির হেড অব নিউজ সৈয়দ ইশতিয়াক রেজা, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মঞ্জুরুল আহসান বুলবুল, কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাসুদ রহমান, বিশিষ্ট লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মিজানুর রহমান শেলী, সংগীতশিল্পী মানাম আহমেদ, শিল্পী সৈয়দ ইকবাল, সাংবাদিক ফরিদ আহমেদসহ ব্যবসায়ী, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং ব্যবসা সম্প্রসারণের জন্য বড় ও সফল কোম্পানিগুলো তাদের সেবা ও পণ্যের বিপণন ও প্রচারে সোশ্যাল মিডিয়াসহ অনলাইন মিডিয়াকে সাফল্যের সঙ্গে ব্যবহার করছে।

তারা বলেন, কোম্পানির বিপণন ও গ্রাহক সেবা প্রদানের ক্ষেত্রে এটি ক্রমশ অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে। নির্ধারিত গ্রাহকের কাছে দ্রুত পৌঁছানোর ক্ষমতা এবং অপেক্ষাকৃত স্বল্প ব্যয়ের কারণে অনলাইন মিডিয়ার সামর্থ্যকে ব্যবহারের গুরুত্ব অতি দ্রুত বাড়ছে।

আলোচনার স্বাগত বক্তা ইমামুল হক বলেন, বিশ্ব বাজারে ব্যবসা সম্প্রসারণের জন্য অনলাইন মিডিয়ার গুরুত্ব অপরিসীম এবং বিশ্ব প্রেক্ষাপটে প্রতিটি প্রতিষ্ঠানের জন্য অনলাইন মিডিয়ার শক্তিকে ব্যবহারের সম্ভাবনা প্রচুর।

তিনি উল্লেখ করেন, বর্তমানে প্রায় প্রতিটি সংবাদপত্রের অনলাইন সংস্করণ রয়েছে। বিশ্বে কাগজে প্রকাশিত সংবাদপত্রের চেয়ে ক্রমেই অনলাইন সংবাদপত্র ও নিউজপোর্টাল গুরুত্ববহ হয়ে উঠছে। মানুষ এখন মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে প্রতি মুহূর্তে সংবাদের সঙ্গে সংযুক্ত রয়েছে। বিশ্বে অনেক নামকরা পত্রিকা তাদের কাগজে ছাপা সংস্করণ বন্ধ করে অনলাইন সংস্করণের দিকে ঝুঁকছে। বিশ্বে অনলাইন মিডিয়ার সম্ভাবনা সীমাহীন।

আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দ ইশতিয়াক রেজা। প্রবন্ধে তিনি ব্যবসা এবং যোগাযোগের ক্ষেত্রে অনলাইন মিডিয়ার বিভিন্ন সুযোগ, সম্ভাবনা, সুবিধার ওপর আলোকপাত করেন।

গণমাধ্যম ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো কীভাবে এক্ষেত্রে সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারে সেসব বিষয়েও বক্তব্য রাখেন সৈয়দ ইশতিয়াক রেজা।

তিনি বলেন, যদিও সামাজিক ও অন্যান্য গণমাধ্যমগুলো ব্যবসায়িক উদ্দেশ্যে গড়ে তোলা হয়নি। কিন্তু ব্যবসা সম্প্রসারণের জন্য এগুলো ব্যবহারের মধ্যে অমিত সম্ভাবনা রয়েছে।

মাসুদ রহমান বলেন, আমাদের ব্যবসায়িক নেতারা তাদের বাণিজ্য কৌশল প্রণয়নের সময় অনলাইন মিডিয়ার সামর্থ্য ও সম্ভাবনার দিকটি বিবেচনায় রেখে পরিকল্পনা প্রণয়ন করলে তা তাদের ব্যবসা সম্প্রসারণে অনেক বেশি সহায়ক হবে।

মঞ্জুরুল আহসান বুলবুল তার বক্তব্যে মিডিয়ার সঠিক ও যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, আমাদের উদ্যোক্তা এবং ব্যবসায়িক নেতারা নতুন নতুন সৃজনশীল পদ্ধতিতে অনলাইন মিডিয়া ব্যবহারের মাধ্যমে তাদের গ্রাহকের কাছে পৌঁছাতে পারেন।

মিজানুর রহমান শেলী বলেন, অনলাইন ও সোশ্যাল মিডিয়া ব্যবসায়িক ধারণার ক্ষেত্রে বিপ্লব নিয়ে এসেছে।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন মেট্রোমেইলের অন্যতম প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট যোগাযোগ বিশেষজ্ঞ নাজনীন ফেরদৌসী।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।