ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

পুলিশ গৌরবোজ্জ্বল ঐতিহ্যের অধিকারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
পুলিশ গৌরবোজ্জ্বল ঐতিহ্যের অধিকারী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আমাদের দেশের পুলিশ বাহিনী গৌরবোজ্জ্বল ঐতিহ্যের অধিকারী।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠিতে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



আমু বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে আজ পর্যন্ত বাংলাদেশে সব বিপদে পুলিশ বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পরেছে। মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশে আইন-শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে বিভিন্ন সময় সাহসী ভূমিকা পালন করেছেন পুলিশ সদস্যরা।

তিনি বলেন, ২০১৪ সালের নির্বচন পরবর্তী সময়ে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে পুলিশ মানুষের জান-মাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ঝালকাঠির পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র আফজাল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব, সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম মাহাম্মুদ হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি আলী তালুকদার, জেলা আওয়া লীগের কোষাধ্যক্ষ মুনিরুল ইসলাম তালুকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক এসএম রুহুল আমিন রেজভী।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।