ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
কুমিল্লায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৬

কুমিল্লা: কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার একটি রেস্টুরেন্টে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে ৬ জন দগ্ধ হয়েছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে শহরের নিসা টাওয়ারের দ্বিতীয় তলায় রেড রুফ ইন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।



দগ্ধরা হলেন, রুবেল (২২), সিয়াম (২৪), আরিফ (২৩), বিল্লাল (২৫), মোস্তফা (২৪) ও ইমরান (২৫)। এদের মধ্যে রুবেল ও মোস্তফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ওই রেস্টুরেন্টের ফ্রিজ মেরামত করা হচ্ছিল। এ সময় হঠাৎ কম্প্রেসার বিস্ফোরিত ১ মিস্ত্রি ও ৫ কর্মচারী দগ্ধ হন।

কুমেক হাসপাতালের ব্রাদার দুলাল চন্দ্র সূত্রধর বাংলানিউজকে জানান, দগ্ধদের অবস্থা তেমন গুরুতর নয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।