ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

মিরপুরে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
মিরপুরে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

ঢাকা: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে বিভিন্ন ধরনের বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। এ সময় সেখান থেকে বেশ কিছু বই ও লিফলেটও জব্দ করা হয়।



শনিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মিরপুর মডেল থানার মধ্যপীরেরবাগের একটি বাসায় অভিযান চালায় পুলিশ।

চতুর্থতলা ওই বাসার ছাদ থেকে ৬টি ককটেল ও ১৭টি পেট্রোল বোমাসহ উদ্ধার করা হয়। এ সময় বেশ কিছু বই ও লিফলেটও জব্দ করেছে পুলিশ।

বিস্ফোরক মামলার রিমান্ডের আসামি শফিউদ্দিন ও আব্দুর রহিমের দেওয়া তথ্যানুসারে এ অভিযান চালানো হয় বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ডিএমপি।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমআইকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।