চাঁদপুর: চাঁদপুরে ছিনতাই হওয়া ৪ লাখ ২২ হাজার ৩৬০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কালু গাজী (২০) ও সাইফুল (২২) নামে দু’জনকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কয়লাঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ চক্রবর্তী বাংলানিউজকে জানান, কালু গাজী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার নন্দনপুর গ্রামের তাপস কুমার ভৌমিকের মালিকাধীন তেলের লরির হেলপার হিসেবে কাজ করতেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে চালকসহ তিনি জ্বালানি তেল কেনার জন্য চাঁদপুরে আসেন। তেল কেনার টাকা কালু গাজীর কাছেই রাখা ছিল।
এক পর্যায়ে চালকের অনুপস্থিতিতে তার সহযোগী সাইফুলের কাছে টাকা দিয়ে দেন তিনি। পরে, তাকে নেশা করানো হয়েছে- এমন ভাব নিয়ে পড়ে থাকেন তিনি। লোকজন তাকে শহরের কাঁচা কলোনির বাসায় নিয়ে যান। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিলো না।
এ ঘটনায় লরির মালিক তাপস কুমার বাদী হয়ে ২৪ ফেব্রুয়ারি চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টাকাসহ তাদের আটক করে।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমজেড