ঢাকা: লাইসেন্স ও অনুমোদনহীন ভেজাল খাদ্য উৎপাদন এবং অবৈধভাবে জায়গা দখলের দায়ে ৬ জনকে জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১০) ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর লালবাগ এলাকার অভিযান চালিয়ে র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এ আদেশ দেন।
তিনি জানান, শহীদনগর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জায়গা দখল করে দীর্ঘদিন ধরে হোটেল ও মাছের ব্যবসা করে আসছিলেন। এ ঘচনায় তাদের উচ্ছেদের পাশাপাশি প্রত্যেককে জরিমানা করা হয়েছে।
এ সময় আল আমিন হোটেলের মালিক শাহিন হোসেনকে ৫ হাজার, মৎস্য ব্যবসায়ী সাদেক, সোহেল এবং জাকির হোসেনকে ৫০০ টাকা করে মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আয়শা-আসমা ফুড প্রোডাক্টস ও কাজল বিস্কুট ফ্যাক্টরি বেশ কিছুদিন ধরে লাইসেন্স ছাড়াই অত্যন্ত নিম্নমানের ভেজাল খাদ্য (বিস্কুট, চানাচুর, আচার ইত্যাদি) উৎপাদন করে বিভিন্ন নামি-দামি কোম্পানির মোড়কে বাজারজাত করছিল।
বিষয়টি প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠান দু’টির মালিক জাহাঙ্গীর আলমকে তিন লাখ ও ম্যানেজার মঞ্জিল মিয়াকে দুই লাখ করে মোট ৫ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান সারোয়ার আলম।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমআইক/টিআই/এমএ