ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সুষ্ঠু নির্বাচনে বদ্ধপরিকর নির্বাচন কমিশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
সুষ্ঠু নির্বাচনে বদ্ধপরিকর নির্বাচন কমিশন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে যা যা করণীয় নির্বাচন কমিশন তাই করবে।


 
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত নির্বাচন প্রস্তুতিমূলক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, কমিশন সব সময় চায় সবার কাছে গ্রহনযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন। তাই নির্বাচনের কাজে নিয়োজিত এবং সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করে সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে হবে।
  
বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্চের ডিআইজি হুমায়ুন কবির,  জেলা প্রশাসক গাজী সাইফুজ্জামান, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মীর শাহজাহান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬        
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।