বরিশাল: নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে যা যা করণীয় নির্বাচন কমিশন তাই করবে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত নির্বাচন প্রস্তুতিমূলক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কমিশন সব সময় চায় সবার কাছে গ্রহনযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন। তাই নির্বাচনের কাজে নিয়োজিত এবং সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করে সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে হবে।
বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্চের ডিআইজি হুমায়ুন কবির, জেলা প্রশাসক গাজী সাইফুজ্জামান, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মীর শাহজাহান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমজেড