ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আইপিএস’র সিনিয়র অ্যাডভাইজর শহীদুজ্জামান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
আইপিএস’র সিনিয়র অ্যাডভাইজর শহীদুজ্জামান শহীদুজ্জামান

ঢাকা: ইতালির রোমভিত্তিক সংবাদ ও যোগাযোগ বিষয়ক সংস্থা ইন্টার প্রেস সার্ভিসের (আইপিএস) প্রো-বোনো (স্বেচ্ছাসেবা বিষয়ক পদবী) সিনিয়র অ্যাডভাইজর হয়েছেন নিউজ নেটওয়ার্কের এডিটর ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শহীদুজ্জামান।

তিনি একইসঙ্গে আইপিএসের মহাপরিচালক (ডিজি) ফারহানা হক রহমানের পক্ষে আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় বিভিন্ন সংস্থার সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব বিষয়ে মধ্যস্থতার দায়িত্বও পেয়েছেন।



শনিবার (২৭ ফেব্রুয়ারি) নিউজ নেটওয়ার্কের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের সঙ্গে আইপিএসের বিশেষ সম্পর্ক রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের মতো অন্য আন্তঃসরকারি সংস্থাগুলোর সঙ্গেও দারুণ সম্পর্ক রয়েছে এটির। ইউএনএফপিএ, ইউনেস্কো, ফাও, ইফাদ, ইউনেপ, সিজিআইএআর, ইউএনওডিএ, সিটিবিটিওসহ বিভিন্ন সংস্থার সঙ্গেও নানা কর্মসূচির আয়োজন করে থাকে আইপিএস।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) ও আন্তর্জাতিক সংস্থা ওইসিডি’র সঙ্গেও আইপিএস এনজিও-পরামর্শমূলক সম্পর্ক চালিয়ে আসছে।

বিশ্বের ১৪০টি দেশে সংবাদ সংগ্রহে কর্মরত সাড়ে তিনশ’ সাংবাদিকের এই সংবাদ প্রতিষ্ঠান রাজনৈতিক, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

টেকসই উন্নয়নমুখী সংবাদ সংস্থাটি বিশ্বায়ন ও দক্ষিণাঞ্চল নিয়ে বিশেষভাবে কাজ করে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬/আপডেট ২২০৭ ঘণ্টা
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।