ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৪ দিনব্যাপী জীবনানন্দ উৎসব শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
বরিশালে ৪ দিনব্যাপী জীবনানন্দ উৎসব শুরু

বরিশাল: কবি জীবনানন্দ দাশের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে চার দিনব্যাপী জীবনানন্দ উৎসব শুরু হয়েছে।
 
শনিবার (২৭ ফেব্রুয়ারি) নগরীর অশ্বিনী কুমার টাউন হলে উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. গাউস।


 
জেলা প্রশাসক গাজী সাইফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী হোসনে আরা, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এসএম ইকবাল, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন প্রমুখ।
 
চার দিনব্যাপী উৎসবে আয়োজনের মধ্যে রয়েছে- জীবনানন্দ দাশের কাব্য দেশপ্রেম ও প্রকৃতি ভাবনা নিয়ে প্রবন্ধ পাঠ, কবির কাব্য ভিত্তিক বক্তৃতা, কবিতা ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবি আলাপন, জীবনানন্দ পদক প্রদান, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান।
 
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নয়টি স্টল দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬        
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।