ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাস, কার ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে আহত ২০

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আশুলিয়ায় বাস, কার ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে আহত ২০ ছবি: প্রতীকী

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় প্রাইভেটকার, যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার মরাগাং এলাকায় এই ঘটনা ঘটে।



পুলিশ সূত্র জানায়, রাতে আশুলিয়ার মরাগাং এলাকায় ঢাকামুখী একটি বাস একটি কাভার্ড ভ্যানকে ওভারটেকিংয়ের চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুত গতির প্রাইভেট কারের সাথে বাস ও কাভার্ড ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যান ও প্রাইভেটকারটি পাশ্ববর্তী গভীর খাদে পড়ে যায়। পরে আশুলিয়া থানা পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. মনির জানান,আহতদের কারোই অবস্থা গুরুতর নয়। পুলিশ দুর্ঘটনা কবলিত যান তিনটির চালকদের কাউকে আটক করতে পারেনি।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।