বায়তুল মোকাররম চত্বর থেকে: ইসলামী মেধা বিকাশের অনন্য পথ মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ (মুনিরীয়া তরিকত)।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে এশায়াত সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষত সমিতির সভাপতি মোহাম্মদ আবুল মনছুর এমন মন্তব্য করেন।
মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ আয়োজিত এই এশায়াত সম্মেলনে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জমিয়াতুল মুদাররেছিনের সভাপতি এ এম এম বাহাউদ্দিন।
তিনি বলেন, মুনিরীয়া তরিক্বতের প্রধান কেন্দ্র কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরীফের ছাঁয়ায় এসে ছাত্র সমাজ মেধা বিকাশের মাধ্যমে নিজেদের সু-প্রতিষ্ঠিত করে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবী হাসিল করে যাচ্ছে।
ছাত্র সমাজে মেধা বিকাশে গাউছুল আজমের তাওয়াজ্জ্বহর প্রয়োজনীয়তা অত্যধিক বলেও জানান তিনি।
এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন, আল্লামা মুফতি মুহাম্মদ ইবরাহীম হানফি, আল্লামা মুফতি আনোয়ারুল আলম ছিদ্দিকী, আল্লামা এমদাদুল হক মুনিরী, মাওলানা সেকেন্দার আলী, মাওলানা মোহাম্মদ ফোরকান, মাওলানা মোহাম্মদ শাহজাহান নোমান।
বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এফবি/আরআই
** তথ্য-প্রযুক্তির যুগে কাগতিয়া দরবার বিশ্ববিরল
** ঢাকায় এশায়াত সম্মেলনে মুসল্লিদের ঢল
** আদর্শ শাখার স্বীকৃতি পেল দুবাই-ওমান