ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরের এসপি পদেই থাকছেন হারুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মে ৩, ২০১৬
গাজীপুরের এসপি পদেই থাকছেন হারুন

ঢাকা: নির্বাচনে সহিংসতার কারণে প্রত্যাহার করা গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশিদকে আগের পদে বহাল করা হয়েছে।

মঙ্গলবার (০৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে আগের আদেশটি প্রত্যাহার করা হয়।

তবে আদেশে উল্লেখ করা হয়, গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর এ আদেশ কার্যকর হবে।

এর আগে গাজীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন পূর্ব সহিংসতার ঘটনায় একজন ইউপি সদস্যপ্রার্থী খুন হন। এ ঘটনার পর গাজীপুরের এসপি মোহাম্মদ হারুন অর রশিদকে বুধবার-২০ এপ্রিল প্রত্যাহার করে সদর দফতরে সংযুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মে ০৩, ২০১৬
এসএমএ/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।