ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় কুবি শিক্ষার্থী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
 সড়ক দুর্ঘটনায় কুবি শিক্ষার্থী নিহত

কুবি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় মাহবুবুর রহমান শাওন নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চৌরাস্তা সংলগ্ন গ্লোবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরে রাত দেড়টায় তার মৃত্যু হয়।

শিক্ষার্থী মৃত্যুর বিষয়টি সিএসই বিভাগের শিক্ষক মো. কামাল হোসেন চৌধুরী বাংলানিউজকে নিশ্চিত করেন। শাওন কুবির দশম ব্যাচ এবং সিএসই বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়।

শাওনের সহপাঠী নাছির জানায়, বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলে শাওন বাড়ি চলে যায়। বুধবার সন্ধ্যায় সে অটোরিকশায় করে যাচ্ছিল। পথে একটি ট্রাক ওই অটোরিকশাটিকে চাপা দিলে শাওন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টায় তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান বাংলানিউজকে বলেন,  দুর্ঘটনা খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, তবে তার আগেই স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায়।  

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ