ঝিনাইদহ: ঝিনাইদহের কোট চাঁদপুরে ট্রেনেকাটা পড়ে জহুরুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (০২ অক্টোবর) রাত পৌঁনে ১০টার দিকে কোট চাঁদপুর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল যশোর জেলার চৌগাছ উপজেলার চাকলা গ্রামের আব্দুর রহিমের ছেলে।
কোট চাঁদপুরের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস খুলনার যাওয়ার সময় ট্রেনটি কোট চাঁদপুর এলাকায় পৌঁছালে জহুরুল ট্রেনেকাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
আরআইএস/ওএইচ/