নাটোর: নাটোরের সিংড়ায় নিখোঁজ হওয়ার ৫ দিন পর সিকারুল ইসলাম (১) নামে একটি শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
সোমবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে পারসিংড়া মহল্লার গুরনই নদীর ধারে একটি ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত সিকারুল ইসলাম সিংড়া পৌর সদরের পারসিংড়া মহল্লার শাকিল হোসেনের ছেলে।
স্থানীয় পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম ও স্থানীয়রা বাংলানিউজকে জানান, বুধবার (১৯ অক্টোবর) বিকেলে শিশুটি বাড়ির পাশের গুরনই নদীর ধারে খেলা করছিল। কোন এক সময় সবার অগোচরে শিশুটি নদীতে পড়ে যায়। অনেকক্ষণ পর শিশুটিকে না পেয়ে পরিবারের সবাই খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি।
এরপর সোমবার সকালে নদীর পাড়ে দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসী এর উৎস খোঁজ করতে গেলে নদীর পানির ভেতরে ঝোপ-জঙ্গলে একটি শিশুটির মরদেহ দেখতে পান। পরে তারা মরদেহটি উদ্ধার করে পরিবারের লোকজনকে দেখালে তারা সেটি সিকারুলের বলে নিশ্চিত হন।
তারা আরো জানান, গত দুই দিন ধরে নদীর পাড়ের ওই স্থান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিলো। এরই সূত্র ধরে শিশুটির মরদেহ পাওয়া যায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরএ