দিনাজপুর: দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের ছাদ থেকে পরে মাহবুব আলম (৩২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত মাহবুব শহরের নিমতলা এলাকার মৃত মো. আলীর ছেলে। তিনি আলসার রোগে আক্রান্ত হয়ে ১৬ অক্টোবর থেকে দিমেক হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন।
দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ সকালে উদ্ধার করা হয়েছে। তবে তিনি নিজেই পরে গেছেন না কেউ তাকে ধাক্কা দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরএ