কুড়িগ্রাম: ভিজিডির চাল আত্মসাৎ মামলায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, মোখলেছুর রহমান চেয়ারম্যান থাকা অবস্থায় গুনাইগাছ ইউনিয়নের দুস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ১২ মেট্রিক টন চাল আত্মসাৎ করেছিলেন।
ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্টের (ভিজিডি) চাল আত্মসাতের অপরাধে ১৯৯৪ সালে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত তাকে তিন বছরের কারাদণ্ড ও ৮৮ হাজার ৮০০ টাকা জরিমানা করেন।
পরে মোখলেছুর রহমান হাইকোর্টে আপিল করলে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন। এর প্রেক্ষিতে রোববার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। এতোদিন তিনি অন্তবর্তীকালীন জামিনে ছিলেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল সাঈদ বাংলানিউজকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
বিএসকে/এসআই