ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে টেলিটক কর্মীদের কর্মবিরতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে টেলিটক কর্মীদের কর্মবিরতি ছবি: ফাইল ফটো-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গত বছরের জুলাই হতে শতভাগ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে টেলিটকের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছেন।

সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে গুলশানে টেলিটকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মস’চি পালন শুরু করেন তারা।

এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা কর্মীরা যোগ দিয়েছেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান টেলিটক এমপ্লয়ীজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টেওয়া) এর সভাপতি প্রকৌশলী আবু রায়হান মো. আল কাউসার।

টেলিটক কর্মীরা জানান, শতভাগ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে টেলিটকের কর্মকর্তা-কর্মচারীরা কর্তৃপক্ষ বরাবর দাবি জানিয়ে আসছেন।
 
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে ২৩ আগস্ট শতভাগ পর্যন্ত বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত প্রদান করায় আন্দোলন থেকে সরে আসে কর্মকর্তা-কর্মচারীরা। কর্মবিরতির ক্ষতি পুষিয়ে দিতে ২৭ আগস্ট সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করেন তারা।
 
কিন্তু গত ৬ সেপ্টেম্বর টেলিটকের পরিচালনা পর্ষদের সভায় ভাতা ব্যতিরেকে মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়, যা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ন্যায় জুলাই ২০১৫ সালের পরিবর্তে সেপ্টেম্বর ২০১৬ হতে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সাথে বিভিন্ন পদে বাৎসরিক ইনক্রিমেন্ট এর হার কমানো হয়।
 
টেলিটকের কর্মকর্তা-কর্মচারীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গত বছরের জুলাই থেকে বেতন-ভাতা শতভাগ পর্যন্ত বৃদ্ধি করার দাবি জানান।
 
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।