সাভার (ঢাকা): শ্রমিক ছাটাই, নির্যাতন ও বন্ধ কারখানা চালুসহ ১১ দফা দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে রানা প্লাজার সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের ব্যানারে হেসং সোয়েটার (বিডি) লিমিটেড কারখানার প্রায় দুই শতাধিক কর্মী অংশ নেন এ কর্মসূচিতে।
ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন বলেন, আমরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে মাধ্যমের হেসং সোয়েটার কারখানার শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি বাস্তবায়নে কতৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
শ্রমিকদের দাবিগুলোর মধ্যে সাময়িক বরখাস্ত হওয়া ১০৮ শ্রমিককে চাকরিতে পুনর্বহাল, সার্ভিস বেনিফিট, মাতৃত্বকালীন ছুটি, মামলা প্রত্যাহার, কারখানায় যোগ দেওয়ার ৭ দিনের মধ্যে পিছ রেট জানানো উল্লেখযোগ্য।
দাবি মেনে নেওয়া না হলে শনিবার কারখানার সামনে অবস্থান ধর্মঘট পালনের কথাও ঘোষণা দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এমএ/