লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের ডা. ইকবাল মাহমুদ অপহরণের ১১ দিন পার হলেও সন্ধান না পাওয়ায় উদ্ধারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
সোমবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পুলিশ ফাঁড়ি এলাকায় মাদারল্যান্ড হাসপাতালে এ সংবাদ সম্মেলন করে।
এসময় উপস্থিত ছিলেন ডা. ইকবালের বাবা মুক্তিযোদ্ধা একেএম নুরুল আলম, মা শামিম আরা আলম, স্ত্রী সোহাদা ইয়াসমিন, ছেলে আরমান আহসান আনজ (৮) ও মেয়ে আয়েশা (৩)।
সংবাদ সম্মেলনে ডা. ইকবালের বাবা লক্ষ্মীপুর জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা একেএম নুরুল আলম বলেন, ১৪ অক্টোবর (শুক্রবার) রাতে ইকবাল মাহমুদ লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। শনিবার ভোর রাত ৩টার দিকে ঢাকার সাইন্স ল্যাবরেটরি এলাকায় বাস থেকে নামলে একটি সাদা মাইক্রোবাসে করে আসা অজ্ঞাতপরিচয় কয়েকজন তাকে তুলে নিয়ে যায়। অপহরণের ১১ দিন পার হলেও ছেলের সন্ধান না পাওয়ায় তাকে ফিরে পেতে সরকারের কাছে জোর দাবি জানান তিনি।
ডা. ইকবাল মাহমুদ লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডের বাসিন্দা মুক্তিযোদ্ধা একেএম নুরুল আলমের ছেলে। দিনাজপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও ২৮ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চাকরিতে যোগদান করেন। তিনি মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরএ