ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে চার শিক্ষা প্রতিষ্ঠানে ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
রংপুরে চার শিক্ষা প্রতিষ্ঠানে ডাকাতি

রংপুর: রংপুরের চার শিক্ষা প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ, মূল্যবাদ কাগজপত্র লুট করেছে একদল ডাকাত।

সোমবার (২৪ অক্টোবর) ভোরে মাইক্রোবাসে যোগে এসে ডাকাতরা চার শিক্ষা প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ, মূল্যবাদ জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

এঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দেয়া হয়েছে।

ডাকাতি হওয়া মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ  জাহানারা বেগম বাংলানিউজকে জানান,ভোর রাতে এঘটনা ঘটেছে।

ডাকাতি হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- নগরীর মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আফান উল্লাহ উচ্চ বিদ্যালয়, মাহিগঞ্জ সরকারি প্রাথমিক বলিকা বিদ্যালয় ও মাহিগঞ্জ কিন্ডারগার্ডেন স্কুল।

শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজের পরীক্ষার খরচের ৩০ হাজার টাকা ও জাতীয় পাতাকা ডাকাতরা নিয়ে গেছে বলে দাবি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের।

এ বিষয়ে পুলিশ জানায়, বিষয়টি ডাকাতি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় পাতাকা নিয়ে যাওয়ার বিষয়টি কোনো উগ্রপন্থী গোষ্ঠীর হতে পারে বলে মন্তব্য করছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

রংপুর কোতেয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম জাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
তিনি আরো বলেন, এটি একটি চুরি ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছে কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।