ময়মনসিংহ: চরম আর্থিক দৈন্যতায় অনিশ্চিত হয়ে পড়েছিল হৃদযন্ত্রে জন্মগত ত্রুটিতে থাকা চার বছর বয়সী শিশু মাহিনের অস্ত্রোপচার। সহায় সম্বলহীন পরিবারের পক্ষে অস্ত্রোপচারের জন্য ২ লাখ টাকা জোগাড় করাও সম্ভব হচ্ছিল না।
ফলে একমাত্র সন্তানের জীবনের এ কঠিন বাস্তবতায় দিশেহারা হয়ে পড়েছিলেন বাবা রাসেল মিয়া ও মা হেপী বেগম।
কিন্তু দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমে গত ১৮ অক্টোবর ‘অর্থাভাবে কী নিভে যাবে শিশু মাহিনের জীবন প্রদীপ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর মানবতার ডাকে মাহিনের সহায়তায় এগিয়ে এসেছেন সমাজের হৃদয়বান ও বিত্তশালীরা।
তারা মাহিনের চিকিৎসার ব্যয়ভার বহন করার অঙ্গীকার করেছেন। অনেকেই হৃদয়স্পর্শী এ প্রতিবেদনটি পড়ে ইতোমধ্যে তার পরিবারের কাছে নগদ অর্থ সহায়তাও পাঠিয়েছেন। আবার অনেকেই সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এতদিন একমাত্র সন্তানের সুচিকিৎসার জন্য বুকে পাথর বেঁধে প্রভাবশালীদের কাছে ধরণা দিলেও কোন কাজ হয়নি তাদের। কিন্তু বাংলানিউজের প্রতিবেদনটি নাড়া দিয়েছে সমাজের বিত্তশালী, দানশীলদের হৃদয়ে। তারা অবুঝ শিশু মাহিনের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
এতে যারপরনাই খুশি মাহিনের বাবা রাসেল ও মা হেপী বেগম। আনন্দের কান্নায় আপ্লুত হেপী বেগম বাংলানিউজকে বলেন, ‘বাংলানিউজের রিপোর্টে আমার ছেলের চিকিৎসার জন্য অনেকেই নগদ অর্থ কড়ি পাঠিয়েছেন।
আরো অনেকেই সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলানিউজকে ধন্যবাদ, আমাদের মতো চাল চুলোহীন পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। সবার সাহায্যে মাহিনের অস্ত্রোপচার হবে। ও সুস্থ হয়ে উঠবে।
আগামী দু’একদিনের মধ্যেই মাহিনকে নিয়ে আবারো ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসকদের কাছে যাবেন বলে জানান তার বাবা রাসেল মিয়া।
রাসেল জানান, ‘ইতোমধ্যে বিভিন্ন হৃদয়বান মানুষ আমাদেরকে ৩৫ হাজার টাকা সাহায্য পাঠিয়েছেন। কিন্তু ওর অপারেশন (অস্ত্রোপাচার) করতে কমপক্ষে ২ লাখ টাকা লাগবে। এখনো অনেকেই সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। সবার সাহায্যেই স্বাভাবিক জীবনে ফিরবে আমার মাহিন’- এমন আশাবাদ তার।
জেলার ফুলবাড়িয়া উপজেলার ৭ নং বাক্তা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামের বাসিন্দা রাসেল মিয়া (৩২) ও হেপী বেগম দম্পত্তির একমাত্র সন্তান মাহিন (৪)। তার হৃদযন্ত্রে জন্মগত ত্রুটি।
বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে একটি নয়, দু’টি ছিদ্র। একমাত্র সন্তানের দুশ্চিন্তায় অস্থির বাবা-মা’র মনে এখন খুশির সঞ্চার হয়েছে।
মাহিনের চিকিৎসার সহযোগিতা দিতে যোগাযোগ করুন এ নম্বরে-০১৭১০-৩৬৯৩৯১, ০১৭২৫-৯৪২৯৫৯। ইসলামী ব্যাংক সঞ্চয়ী হিসাব নং-২০৫০৩০৩০২০১১০৬০০২।
*অর্থাভাবে কী নিভে যাবে শিশু মাহিনের জীবন প্রদীপ?
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এমএএএম/আরআই