লক্ষ্মীপুর: আইসিটির মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীত হয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।
রোববার (২৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন।
এর আগে, মানসম্মত শিক্ষা বাস্তবায়নে অবদান রাখায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৬-এ তিনি লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীত হয়েছিলেন।
জানা গেছে, মোহাম্মদ নুরুজ্জামান লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে আইসিটির মাধ্যমে নাগরিক সেবায় বিশেষ অবদান রাখার চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও মনোনীত হন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
এছাড়াও,মানসম্মত শিক্ষা বাস্তবায়ন, জনগণের স্বাস্থ্য সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ, বাল্যবিয়ে রোধ, মাদক নিয়ন্ত্রণ, ভেজালবিরোধী অভিযান পরিচালনা, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, সরকারি জমি ও খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধভাবে ভূ-গর্ভস্থ বালি উত্তোলন বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ।
ভোক্তা অধিকার নিশ্চিত করণসহ বিভিন্ন ইতিবাচক কার্যক্রমে ব্যাপক ভূমিকা রেখে আসছেন। এরই পরিপ্রেক্ষিতে জনগণের মাঝে ব্যাপক সুনাম অর্জন করেন নুরুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
পিসি/