ঢাকা: আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে, গুণগত মান নিয়ে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ‘আওয়ামী লীগ সুশৃঙ্খল হতে শুরু করেছে।
‘সজীব ওয়াজেদ জয় আমাদের ফিউচার লিডার’ বলেও মন্তব্য করেন তিনি।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম অনুভূতি জানাতে গিয়ে সোমবার (২৪ অক্টোবর) দুপুরে এসব কথা বলেন তিনি।
ধানমণ্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয় সংলগ্ন প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন ওবায়দুল কাদের।
প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ গুণগতভাবে এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের আচরণকেও শৃঙ্খলিত করছি। তবে আরও গ্রহণযোগ্য করার পথে আমাদের এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে আওয়ামী লীগের অভ্যন্তরে আরও গুণগত পরিবর্তন হবে। বাংলাদেশকে বদলাতে হলে আমাদের প্রত্যেক নেতাকর্মীকে নিজেদের বদলাতে হবে, আচরণে পরিবর্তন আনতে হবে’।
‘আমাদেরকে জনগণের কাছে আরও গ্রহণযোগ্য করতে হবে’- বলেন তিনি।
মন্ত্রিত্ব সামলেও আগের মতোই দলকে সময় দেবেন বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি নিজেকে মন্ত্রী বলে মনে করি না। শেখ হাসিনার একজন কর্মী মনে করি, সরকারের একজন কর্মী মনে করি, দলের একজন কর্মী মনে করি। তাই সবকিছুই আগের মতো ভালোভাবেই চলবে’।
প্রেস ব্রিফিংয়ের আগে ধানমণ্ডি কার্যালয়ের সামনে সর্বস্তরের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ওবায়দুল কাদের। তিনি সারাদেশ থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রেস ব্রিফিং শেষে কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় ৭৮টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসবেন নতুন এই সাধারণ সম্পাদক। তাদের নিয়ে একসঙ্গে মধ্যাহ্নভোজ শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণভবনে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাবেন। বিকেল ৫টায় তাদের মধ্যে বৈঠক হবে।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এসএ/এএসআর
** ‘সরকারি কর্মসূচি আগের মতোই থাকবে’
** ওবায়দুল কাদেরের প্রথম বৈঠক জেলা সভাপতি-সম্পাদকদের সঙ্গে