ঢাকা: রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা এলাকায় বিসিআইসি কলেজের একাদশ শ্রেণীর দুই ছাত্রী ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায় জীবন করিম বাবু। সে আরো ২/৩ জনকে সঙ্গে নিয়ে বাঁশের লাঠি দিয়ে ওই দুই বোনকে এলোপাথাড়ি মারধর করে আহত করে।
রোববার (২৩ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে জীবন করিমকে (২৪) গ্রেফতার করে র্যাব-৪।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে র্যাব-৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার (সিপিসি) মেজর মো. আবু সাঈদ।
আসামির স্বীকারোক্তির ভিত্তিতে আবু সাঈদ বলেন, বিসিআইসি কলেজের এইচএসসি মানবিক বিভাগের ১ম বর্ষের ছাত্রী যমজ দুই বোন ফারিহা হাবীব মীম (১৬) ও আসওয়াদ হাবিব জীম (১৬)। কলেজ শেষে বাসায় যাওয়ার উদ্দেশ্যে চিড়িয়াখানা গোলচত্বরের অহনা রেস্টুরেন্টের পাশে বাসের জন্য অপেক্ষা করছিল।
এ সময় জীবন করিম তাদেরকে ইভটিজিং করে। ওই দুই বোন প্রতিবাদ করলে জীবন করিম ও অজ্ঞাত ২/৩ জন যুবক মিলে তাদেরকে বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করে।
আশেপাশে থাকা ছাত্র-ছাত্রীরা উদ্ধার করতে আসলে তাদেরকে খুন করার হুমকি দেয়। পরে ওই দুই ছাত্রীকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
কোম্পানি কমান্ডার বলেন, ইগো থেকেই ওই যুবক তাদের উপর হামলা চালায়। এর সঙ্গে আরও যারা জড়িত তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে দুই ছাত্রীর বাবা আহসান হাবিব বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহআলী থানার মামলা দায়ের করেন। মামলা নং-১২।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
পিএম/জেডএস