ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে কলেজছাত্র খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
কালিহাতীতে কলেজছাত্র খুন

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মোহাম্মদ আল আমিন (১৬) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে চান মাহমুদ (১৭) নামে তারই এক সহপাঠী।

 

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার আউলিয়াবাদের আলাউদ্দিন সিদ্দিকী ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।

ঘটনার পর হত্যাকারী চান মাহমুদকে আটক করেছে পুলিশ।

নিহত মোহাম্মদ আল আমিন উপজেলার খালুয়াবাড়ি গ্রামের আব্দুল আলিমের ছেলে। আর আটক চান মাহমুদ একই উপজেলার জোহায়ের গ্রামের জগির উদ্দিনের ছেলে। তারা দু’জন একই কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্র।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান মিয়া বাংলানিউজকে জানান, রোববার সকালে আল আমিন ও চান মাহমুদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর আল আমিন তার বন্ধুদের নিয়ে চান মাহমুদের মোটরসাইকেল ভাঙচুর করে। এর জের ধরে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চান মাহমুদ কলেজ ক্যাম্পাসে এসে আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ অবস্থায় আল আমিনকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।